
হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্য রাজনীতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানার কোপানলে পড়ে মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মহসিন নিঃস্ব হয়ে পড়েছেন।
বৈধ শিক্ষক হওয়ার পরে ও দীর্ঘ ৫ বছর যাবত শিক্ষা কর্মকর্তাসহ এলাকার কিছু গ্রাম্য নেতার অবৈধ আবদার রাখতে না পারায় বিদ্যালয়ে যেতে পারছেন না জাকির হোসেন নামের সেই প্রধান শিক্ষক। ফলে স্ত্রী সন্তানসহ ৬ সদস্যের পরিবার নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। বেতন ভাতাদি ঠিকমত উত্তোলন না করতে পারায় তিনবেলা পেটে ভাত ঝুটছে না তার। তার পরেও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে নিয়মিত অফিসিয়াল কাজ কর্ম করে যাচ্ছেন তিনি।
২০১৪খ্রি. থেকে তিনি মুরাদপুর এসইএসপি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মোঃ জাকির হোসেন মহসিন। ২০১৭ খ্রি. তখনকার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তজম্মুল হক চৌধুরী ও কতিপয় সদস্যদের অবৈধ আবদার রাখতে না পারায় প্রধান শিক্ষকের সাথে মনোমালিন্য সৃষ্ঠি হলে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ অন্যান্য অভিযোগ তোলে সাময়িক বরখাস্ত করা হয়।
এর পর থেকেই মূলত তাকে বিদ্যালয়ে যেতে বাধা প্রদান করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে সিলেট শিক্ষাবোর্ড কর্তৃক গঠিত তদন্ত কমিঠি তার বিরুদ্ধে কোন ধরণের অনিয়মের সংশ্লিষ্টতা না পাওয়ায় আপিল এন্ড আর্বিট্রেশন কমিটির নির্দেশে পরবর্তী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে নির্দেশ দিলে তৎকালীন সভাপতি তৈয়বুর রহমান চৌধূরী প্রধান শিক্ষককে বহাল করলেও দায়িত্ব বুঝিয়ে দেননি।
শিক্ষাবোর্ডের সকল নির্দেশনাকে উপেক্ষা করে আপিল এন্ড আর্বিট্রেশন কমিটির আদেশটি পুনঃ বিবেচনার জন্য কমিটির পক্ষ থেকে আবেদন করেন। যা পরবর্তীতে উভয় পক্ষের উপস্থিতিতে শোনানি হলে তা নাকচ করে যাবতীয় দায়িত্ব বুঝয়েদিয়ে বেতন ভাতাদি দেয়ার নির্দেশানা প্রদান করা হয়। সেই মোতাবেক গত ১৬ জুন ২০২১ খ্রি.বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান এডহক কমিটির সভাপতি উক্ত প্রধান শিক্ষককে যাবতীয় দায়িত্ব বুঝিয়ে দেন। কিন্তু প্রধান শিক্ষকের এমপিও ভূক্তির জন্য যথাযথ কতৃপক্ষের নির্দেশনা থাকা সত্তে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অবৈধ আবদার না রাখতে পারায় অদ্যবধি তিনি এমপিও ভূক্ত হতে পারছেন না।
পরবর্তীতে শিক্ষা কর্মকর্তার পরোচনায় শিক্ষা বোর্ডের আদেশ স্থগিতাদেশ চেয়ে তৎকালীন কমিটির সভাপতি তৈয়বুর রহমান চৌধূরী তথ্য গোপন করে নিজেকে বর্তমান সভাপতি উল্লেখ করে মহামান্য হাইকোর্টে রিটপিটিশন দায়ের করেন। পিটিশনটি মহামান্য হাইকোর্ট ১৪/০৬/২০২১খ্রি., সুপ্রিমকোর্টের চেম্বার জজ ২৩/০৮/২০২১খ্রি.ও ০১/১১/২০২১খ্রি. প্রধান বিচারপতির পুর্নাঙ্গ বেঞ্চে শোনানি শেষে পিটিশনটি খারিজ করে শিক্ষাবোর্ডের আদেশ বহাল রাখেন।
সম্প্রতি সাবেক সভাপতি মোঃ তজম্মুল হক চৌধুরী সিলেট শিক্ষাবোর্ডে অভিযোগ করেছেন প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বিদ্যালয়ে না যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। অথচ তারই পরোচনায় কতিপয় লোকজন বিদ্যালয়ে যেতে প্রধান শিক্ষককে বাধাঁ দিচ্ছেন।
১৩ ফেব্রুয়ারি রবিবার বিকালে বানিয়াচং উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মুরাদপুর এসইএসপি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মহসিন লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেছেন।
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টন, সিনিয়র সদস্য এস এম সাইফুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম নাসিম, অর্থ সম্পাদক উমর ফারুক শাবুল, সদস্য ইমরান আহমদ উসমানীসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।