
এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অভিযানে ৬০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১৫পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতভর বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশনায় এসআই রাকিব হোসেন ও এসআই সবুজ কুমার নাইডুসহ সংগীয় ফোর্সের সহায়তায় অত্র উপজেলার করচা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী সুন্দর বৈষ্ণবের পুত্র গোবিন্দ বৈষ্ণব (৪৬)কে ৬০০ লিটার চোলাই মদ, গুন ঐ এলাকা থেকে ধুলিয়া গ্রামের আকল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী জুনায়েদ মিয়া (২৫) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও গুনঐ (শান্তিনগর) গ্রামের মৃত লাল মিয়ার পুত্র শাহনুর মিয়া (৪৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি শুক্রবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, মাদক এমন একটি শত্রু যা সেবনের কারণে দিনদিন মূল্যবান জীবন ধংস হয়ে যাচ্ছে। মাদকসহ সকল প্রকার অপরাধীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।