
হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাংবাদিক হাফেজ সিদ্দিক আহমদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ শুক্রবার বাদ মাগরিব উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ।
প্রেসক্লাব সভাপতি এস এম খোকন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,বিএসডি মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমদ, ক্বারি মুস্তাকিম আহমদ, মাওলানা মশিউর রহমান, আব্দুল মান্নান প্রমুখ।
এছাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইস্পাহানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টন, সিনিয়র সদস্য এস এম সাইফুল ইসলাম সেলিম,অর্থ-সম্পাদক উমর ফারুক শাবুল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, নির্বাহী সদস্য মখলিছুর রহমান বাচ্ছু, শেখ যোবায়ের আহমদ, আরিফুল রেজা, তফসির মিয়া, নুরফল মিয়াসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বাছিত আজাদ।