
হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন। এছাড়া বিভিন্ন কর্মকর্তা ইউপি চেয়ারম্যান ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ৩ মাস ব্যাপী আয়োজিত পষিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে অতিথিবৃন্দ ১২ হাজার করে মোট ছয়লক্ষ টাকার চেক ও সনদ বিতরণ করেন।