
হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি একদিনে কোভিড-১৯ এর ১৩হাজার ৫শত টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
উপজেলা নির্বাহি অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ শামিমা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য অনুসারে এপর্যন্ত উপজেলার ১৫ ইউনিয়নের মোট জন সংখ্যার ৪৯ ভাগ লোক কাভিড-১৯ এর টিকা গ্রহন করেছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি ১দিনে প্রতি ইউনিয়নে ৯শ করে ১৫টি ইউনিয়নে সাড়ে ১৩ হাজার টিকা দেয়ার প্রস্তুতি রয়েছে।
সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারণার জন্য মাইকিং করাসহ টিকার লক্ষমাত্রা বাস্তবায়নের জন্য সকল জনপ্রতিনিধিকে মাঠ পর্যায়ে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়।