
হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ০৬ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, আব্দুল আহাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি কাজল চ্যাটার্জি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য এমপি আব্দুল মজিদ খান বলেন সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। তাই আমার পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বওলন নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের স্মরণ রাখতে হবে আপনারা হচ্ছেন সরকারের প্রতিনিধি। আপনাদের মাধ্যমেই অসহায় মানুষের দরিদ্রতা লাঘবে প্রকল্প এবং উন্নয়ন কাজ করে থাকে সরকার।
এ ছাড়া সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালকুদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উকেলিকা সরকার,ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, মোঃ আরফান উদ্দিন, রেখাছ মিয়া মঞ্জু কুমার দাশ,এরশাদ আলী, ফরিদ মিয়া, মাসউদ কুরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, প্রকৌশলী জয় কুমার দাস, সাদিকুর রহমান, শেখ মোঃ মিজানুর রহমান, নাছির উদ্দিন চৌধুরী, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।