
হবিগঞ্জ প্রতিনিধি ॥ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে দুপ্রক’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগষ্ট রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষন রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, বিএসডি মহিলা আলিম মাদ্রার অধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাওলানা মুবাশ্বির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, সহকারী শিক্ষক সঞ্জু দাশসহ বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।