
বানিয়াচংয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। পাশে অন্যান্য অতিথিবৃন্দ।
হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে কৃষকের বানিয়াচংয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২০২১-২২ অর্থ বছরে খরিপ- ২/২০২৩ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

০৩ জুলাই রবিবার দুপুরে বানিয়াচং উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিযাচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ। এছাড়া কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা, মিডিয়াকর্মী ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।। এসময় ৬শ’জন কৃষকের মাঝে ২০ কেজি করে সার ও ৫ কেজি বীজ প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ উপজেলা কৃষি অফিস কর্তৃক দেশীয় ফলের স্টল পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন বর্তমান সরকার বিনামূল্যে সার ও বীজ প্রদান করছেন চাষাবাদ করার জন্য। সকলকে সার বীজ কাজে লাগিয়ে ধান আবাদ করতে হবে।এছাড়া আগত সকল কৃষককে করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।