
প্রধান অতিথির বক্তব্য রাখছেন, ইউএনও ফারজানা রহমান।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : ৭ আগষ্ট ২০২৫ তারিখ নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় যোগ দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
তিনি বলেন প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি সোনারগাঁ উপজেলায় যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ভবিষ্যত প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে গৃহীত প্রকল্প ও অভিজ্ঞতা শেয়ার করতে তিনি এ সভায় যোগ দেন।
সভায় তাঁর কর্তৃক গৃহীত প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে শিক্ষার্থীদের বিশেষ স্বাস্থ্য সেবা কার্ড প্রদান, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিত করতে চাহিদা ভিত্তিক ইউনিফর্ম প্রদান, খেলাধূলার সামগ্রী প্রদান, উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘‘মিড ডে মিল’’ চালুকরণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অংশীজনের সুবিধার্থে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়েবসাইট তৈরি, শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থীকে ৩ (তিন) দিনব্যাপী ‘‘কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণ’’, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন/ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ে ১৫টি ল্যাপটপ বিতরণ, আন্ত: প্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ আয়োজন ও বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান,

উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকারসহ উপস্থিত বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
শিক্ষার্থীদের ‘‘বাল্য বিবাহ ও মাদক’’ এর কুফল ও প্রতিকার সম্পর্কে সচেতনতামূলক অবহিতকরণ সভা আয়োজন, শিক্ষার্থীদের ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান অর্জনের লক্ষ্যে ‘‘ভূমি সেবা বিষয়ক’’ বিশেষ সেমিনার আয়োজন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি ভিত্তিক নান্দনিক ফুলের বাগান তৈরি ও বৃক্ষরোপন, পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক বিদ্যালয়ে আগত অভিভাবকদের জন্য ‘‘অভিভাবক ছায়াতল’’ (বিশ্রামাগার/অপেক্ষাগার) নির্মাণ, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে চাহিদা ভিত্তিক ডাস্টবিন প্রদান, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চাহিদা ভিত্তিক শিক্ষা উপকরণ (খাতা ও কলম) প্রদানসহ বিভিন্ন বিদ্যালয়ের জমি সংক্রান্ত জটিলতা নিরসন।
ফারজনা রহমান উপস্থিত সকলকে বলেন যে, আপনারা সকলেই প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারি নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছেন, আমার অনুরোধ আসুন আমরা সকলে মিলে আমাদের নির্ধারিত দায়িত্বের বাইরে আন্তরিকতার সাথে একটু বেশি কিছু করার চেষ্টা করি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাসুদ রানা ও সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম। সভাপতি তাঁর বক্তব্যে জনাব ফারজানা রহমান কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পের জন্য ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি আশা করেন জনাব রহমান কর্তৃক গৃহীত কার্যক্রম প্রাথমিক শিক্ষাকে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিবে। এর আগে ফারজানা রহমান সভাস্থলে পৌঁছালে সভাপতি ফেরদৌসি বেগম তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।