
হবিগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় সেমিনার কক্ষে বই বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম’র সভাপতিত্বে ও সহকারী ইংরেজী শিক্ষক আব্দুল হাই’র সঞ্চালনায় অভিভাবাকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সিনিয়র সহকারী শিক্ষক নানু মিয়া প্রমুখ। এছাড়া সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক সাইদুর রহমান চৌধুরী সুমন, জাহিদুল ইসলাম, সাদেকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, মোফাজ্জল হোসেন মুকুলসহ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।