
এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপন শেষে ৯টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ এনামুল হক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, শিক্ষক সাধনা রাণী সূত্রধর প্রমুখ। এছাড়া সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব, প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি সাইফুল আলম, প্রধান শিক্ষক অপূর্ব চন্দ, সুরুজ মিয়া, নারগিছ জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।